More

    আজ রাতে পবিত্র শবে বরাতের নামায

    অবশ্যই পরুন

    আগামীকাল পবিত্র শবে বরাত। মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’-এর মাধ্যমে যথাযথ ধর্মীয় মর্যাদায় আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

    হিজরি সনের ১৪ই শা’বানের আগের রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি শুভ দিন। এই মহিমান্বিত রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা সর্বশক্তিমান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, যিকর-আজগার এবং অন্যান্য প্রার্থনা করে।

    শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথক বাণী দিয়েছেন।

    রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘ইসলামের মহান আদর্শ এই সময়ে মানুষের কল্যাণ এবং আগামীর মুক্তির পথ। শবে বরাতের এই পবিত্র দিনে আমরা সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমত ও আশীর্বাদের পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর ঐক্যের জন্য প্রার্থনা করি। পবিত্র সাবাথের পূর্ণ পুণ্য আমাদের উপর বর্ষিত হোক।’

    পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানান এবং পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

    এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ নাতসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

    সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মহাখালীর গাউছুল আজম জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারী, তালিম সম্পর্কে বক্তব্য রাখবেন। . আর পবিত্র কুরআন ও হাদীসের আলোকে লাইলাতুল বরাতের পারফরম্যান্স। নফল নামাজের গুরুত্ব ও ফজিলত এবং তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে কথা বলবেন বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব শেখুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি। মিজানুর রহমান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জি এম কাদের ও পাটোয়ারীর বিরুদ্ধে থানায় অভিযোগ

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিরুদ্ধে রমনা মডেল থানায় অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার...