More

    সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে প্রাণ হারালেন যারা

    অবশ্যই পরুন

    রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে দুই নারীসহ ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। তাদের মধ্যে ১৭ জনকে শনাক্ত করা হয়েছে।

    ঢাকা মেডিকেল কলেজ (ডিএমএইচ) হাসপাতালে তাদের শনাক্ত করেন স্বজনরা। পরে তাদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। ঢাকা জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। নিহতদের মধ্যে ৬ জনের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা জীবিকা বা জরুরী কাজে ঢাকায় আসেন।

    যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তারা হলেন- কুমিল্লার মেঘনা থানার ২১ বছর বয়সী মো. ১০/১২ দিন আগে কাতার থেকে দেশে ফিরে সুমন, বরিশালের কাজিরহাট থানার ৩৫ বছর বয়সী ইসহাক মৃধা, পুরান ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন, যাত্রাবাড়ীর ৪০ বছর বয়সী মুনসুর হোসেন (৪২)। আলু বাজার এলাকার বর্ষীয়ান মো. চাঁদপুরের মতলবের ২৩ বছর বয়সী ইসমাইল, বিবিএ অধ্যয়নরত আল আমিন, কেরানীগঞ্জের মাস্টার বাড়ি এলাকার ১৮ বছর বয়সী রাহাত হোসেন, ইসলামবাগের ৩৮ বছর বয়সী মমিনুল ইসলাম, ৩৬ বছর বয়সী নদী বেগম। চক বাজার, মুন্সীগঞ্জ সদরের ৫০ বছর বয়সী মাইন উদ্দিন, ২৫ বছর বয়সী বনশাল নাজমুল হোসেন, মানিকগঞ্জ সদরের ৫৫ বছর বয়সী ওবায়দুল হাসান বাবুল, মুন্সীগঞ্জ গজারিয়ার ৩৪ বছর বয়সী আবু জাফর সিদ্দিক, বংশালের আকুতি বেগম (৭০)। যাত্রাবাড়ীর বৃদ্ধ ইদ্রিস মীর, একই এলাকার নুরুল ইসলাম ভূঁইয়া (৫৫), সিদ্দিক বাজারের ২০ বছর বয়সী মো. বয়েস মোঃ হৃদয় ও ২০ বছর বয়সী ওয়াসেক মোঃ সিয়াম

    মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে সিদ্দিক বাজার এলাকায় একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধারে যোগ দেন সেনা সদস্যরা।

    ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ প্রতিদিন বাংলাদেশকে বলেন, “আমাদের ১১টি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। আমরা মোট ১৫টি মরদেহ উদ্ধার করেছি। ৫৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছি। আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।” কলেজ (ঢামেক) হাসপাতাল।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে ১৫ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে পাঁচজনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, আহতদের মাথায় একাধিক আঘাত রয়েছে।

    দুদিন আগে রাজধানীর সায়েন্স ল্যাবের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাণ হারিয়েছেন তিনজন। এ ভবনে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    সিদ্দিক বাজারের ভবনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটাতে পারে বলে মনে করছেন রাজউকের চেয়ারম্যান। তবে র‌্যাবের ডিজি গণমাধ্যমকে জানান, ওই ভবনে গ্যাসের লাইন ছিল না। রাজধানীর ভবনগুলোতে বারবার বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এগুলো নাশকতা কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বিষয়টি নিয়ে গোয়েন্দা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

    ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর উৎসুক মানুষের ভিড়ের কারণে তাদের উদ্ধারকাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তারা আরও বলেন, এসব ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন হওয়া জরুরি।

    সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট বিস্ফোরণস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...