More

    নানা আয়োজনে কাল‌কি‌নিতে আন্তর্জা‌তিক নারী দিবস পালিত 

    অবশ্যই পরুন

    মাদারীপুরে কালকি‌নি উপজেলা প্রশাসন ও ম‌হিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী অ‌ফিসার পিং‌কি সাহার সভাপ‌তিত্বে উপজেলা অ‌ডিট‌রিয়াম হল রুমে ৮ই মার্চ ২০২৩ ইং আন্তর্জা‌তিক নারী দিবস শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানের প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব‌্য রাখেন সংর‌ক্ষিত ম‌হিলা আসনের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা বেগম।বিশেষ অ‌তি‌থি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.কাসেসুর রহমান,কাল‌কি‌নি থানার অ‌ফিসার ইনচার্জ মো.শামীম হো‌সেন,ম‌হিলা বিষয়ক কর্মকর্তা হা‌মিদা খাতুন, কা.স.কা.প্রাঃ প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম,ম‌হিলা আওয়ামীলীগের সভাপ‌তি চায়না খানম,সাধারণ সম্পা‌দিকা কো‌হিনুর সুলতানা ও পৌর ম‌হিলালীগের সাধারণ সম্পাদক ড‌লি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ‘বাকসু’ নাম নিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের টানাটানি

    বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ ‘বাকসু’ নামে দীর্ঘদিন ধরে পরিচিত। ১৯৫২-৫৩ সেশনে প্রথম গঠিত এ ছাত্র সংসদের নাম...