More

    পটুয়াখালী বাস খাদে পরে নিহত-১,আহত-১৭

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে দ্রুতগামী ইকোনো পরিবহনের একটি বাস খাদে পড়ে রোজা (১০) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন যাত্রী। বুধবার ভোররাতে পটুয়াখালী শহরের প্রবেশ সেতুর উত্তর পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজা কুড়িগ্রাম জেলার মুক্তারম গ্রামের রিয়াজের মেয়ে। ওই বাসে পরিবারের সঙ্গে কুয়াকাটা সাগর সৈকতে বেড়াতে যাচ্ছিলেন তিনি। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুটির বাবা-মাসহ ১৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অপর আহতরা হলেন- গাজীপুরের জোনাইত (১৩), পটুয়াখালীর মাইনুদ্দিন (৩৫) ও মুছা মিয়া (৫২), ঢাকার বিক্রমপুরের আজাহার মিয়া (৪৫) ও মো: সেলিম (৩৮), ভোলার মো. ইব্রাহিম (৩৪)। এছাড়াও ইউনুস আলী (৪০), দুখরাম (৫০), মামুন মিয়া (৩৭), মোঃ ফারুক (৩৮), কামরুজ্জামান গিয়াস (৩৫), নাজমুল হাসান (৩০), জাকির হোসেন (৩৮), মোহাম্মদ মির্জা (৩৩) সুমন (২৫)। নিহত রোজার মা জেসমিন বেগম (৩০) ও বাবা রিয়াজুল ইসলাম (৩৫)।

    বাসের যাত্রী ও স্থানীয়রা জানান, গতকাল রাতে আবদুল্লাহপুর থেকে বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে ব্রিজের পাদদেশে পৌঁছালে বাসটি দ্রুতগতিতে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করে খাদে পড়ে যায়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজাকে মৃত ঘোষণা করেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে নিহত শিশু রোজের মা গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তাদের রেকারসহ বাসটি উদ্ধার করে হেফাজতে নেয়। বাসের চালক হেলপার পলাতক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন...