পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা থেকে ৬০০ গ্রাম গাঁজা মো. বায়েজিদ চাপরাসী (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দল।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ‘কে’ সার্কেল কলাপাড়া টিম অভিযান চালিয়ে কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাতভর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযুক্ত বায়েজিদ চাপরাসীর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর তফসিল 36 (1) এর 19 (ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি। মাদকের বিস্তার রোধে এই চক্রের অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, এর আগে গত বছরের রমজান মাসে সাইফুল ইসলাম ফরাজীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ সোলায়মান ও আরিফদুয়ের সাথে বায়েজিদ চাপরাসীকে আটক করে প্রশাসন। এসব আসামীর পাশাপাশি কুয়াকাটা পৌরসভার ৭, ৮, ৯ নং এবং লতাচাপলীর মুসুলিয়াবাদ, মুম্বিপাড়া, গঙ্গামতি সমুদ্র সৈকত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এই চক্রটি! উপকূলে একটি বিশেষ সিন্ডিকেট রয়েছে, যার একটি বড় অংশ এখনো অধরা রয়ে গেছে! তাদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।