More

    বাউফলে গৃহবধূকে ধরে নিয়ে হাত-মুখ বেধে নির্যাতন

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূকে তুলে নিয়ে মুখ ও হাত বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ বুধবার দুপুরে বাউফল থানার ওসি ঘটনাস্থল কাছিপাড়া ইউনিয়নে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নির্যাতিত গৃহবধূর স্বামীর নাম হৃদয় হোসেন (২৪)। তিনি কুমিল্লা জেলার একটি ইটভাটায় পোড়াই মিস্ত্রীর কাজ করেন।

    ওই গৃহবধূ জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড় দিতে ঘরের বাইরে গেলে একই এলাকার শাকিল হাওলাদার ও আল-আমিনসহ ৪ জন তাকে মুখ বেঁধে কাছিপাড়া আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রী কলেজের কাছে জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। গৃহবধূর বাধায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তার বাম হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দৃর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধোর করে। এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। যে কারণে ভয়ে তিনি ঘটনাটি কারো কাছে প্রকাশ করেননি।

    এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাউফল থানা পুলিশ ঘটনাটি জানতে পারে এবং ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূর হাতে আসমা আক্তার (৪৫) নামের এক নারী হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন...