রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন টাওয়ার ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, বুধবার পুনঃউদ্ধার অভিযান শুরু হলে ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে একের পর এক লাশ উদ্ধার করে।
তাদের মধ্যে একজনের নাম জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, মমিন উদ্দিন সুমন নামের ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৪ বছর।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল এই ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই তালিকায় আজ যুক্ত হয়েছে আরও দুজন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ভবনটিতে বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস।
দগ্ধ অবস্থায় ভর্তি হওয়া ১০ জনের কেউই নিরাপদ নয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১০ জন রোগী ভর্তি রয়েছে। সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শরীরে অন্যান্য আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে দুজন লাইফ সাপোর্টে, একজন আইসিইউতে এবং সাতজন এইচডিইউতে। তাদের কেউই নিরাপদ নয়।