স্টাফ রিপোর্টারঃ ঢাকা গোয়েন্দা পুলিশ কতৃক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর যুবদল।
বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমের নেতৃত্বে আজ রাত ৮ টায় বরিশাল নগরীর বাজার রোডে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করে যুবদল নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ সহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও বরিশাল জেলা যুবদল নগরীতে বিক্ষোভ মিছিল করে দলীয় কার্যালয় সম্মুখে সমাবেশ করেছে।