‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন করা হয়। দিবসের আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুলের মাঠে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও মহড়ার আয়োজন করা হয়।
সকালে নগরের জিলা স্কুল থেকে র্যালি বের করে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন র্যালিতে নেতৃত্ব দেন। আলোচনা সভায় বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহম্মদ নুরুল ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন বক্তৃতা করেন।
র্যালি শেষে জিলা স্কুল মাঠে দিবসের আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠানে উপপরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবন দেশ, দেশের মানুষকে নিরাপদ রাখতে সরকারের আগাম প্রস্তুতি ছিল বলে অতীতে প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যায়নি। দেশের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে দেশে জানমাল ও মানুষের জীবনের ক্ষয়ক্ষতি কম হয়, সেজন্য এই প্রস্তুতি। দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রত্যেককে মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, সরকারের আগাম প্রস্তুতির জন্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকে। ইতোমধ্যে সরকার চিত্রাং- এর মতো নানা প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে সক্ষম হয়েছে।
ফায়ার সার্ভিসের মহড়া প্রশিক্ষণে বাসা বাড়িতে গ্যাস স্যালিন্ডার বিস্ফোরণ, অগ্নি নির্বাপকের ব্যবহার, সড়ক দুর্ঘটনা, ভূমিকম্পে ভবনে আটকাপড়া মানুষ উদ্ধার প্রক্রিয়া, ডুবুরি ইউনিটের মাধ্যমে পানিতে ডোবা মানুষ উদ্ধার ও উঁচু ভবন থেকে এয়ারজ্যাম্পিং ব্যবহার দৃশ্য দেখানো হয়।