More

    ১ লাখ টাকার পুরস্কার মাঠকর্মীদের দিলেন সাকিব

    অবশ্যই পরুন

    ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে দুই হাত ভরে দিয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংলিশদের হারিয়ে ওয়াশআউট এড়িয়ে যায় টাইগাররা। আর তারপরই প্রথম ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

    দলের বড় কোনো অর্জন, ম্যাচ বা সিরিজ জয়ের পর মাঠকর্মীদের পুরস্কৃত করার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসছে। এবার তাতে অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রামে সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দুই ম্যাচে তিনটি পুরস্কার পেয়েছেন সাকিব। প্রতিটি পুরস্কার সমান ১ লাখ টাকা।

    জহুর আহমেদ চৌধুরী এক টাকা দিয়েছিলেন স্টেডিয়ামের মাঠকর্মীদের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সব আনুষ্ঠানিকতা শেষে সাকিব দুই কিউরেটর প্রভিন হিঙ্গানিকার ও জাহিদ রেজা বাবুকে পুরস্কারের কথা জানান।

    চট্টগ্রামের মাঠ-উইকেট নিয়ে খুশি সাকিব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি। তিনি টাকা পেলে সবাইকে এই টাকা ভাগ করে নিতে বলেন। সাগরিকাতে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে স্বাগতিকরা। সেই ম্যাচে ৭৫ রান ও ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব। ‘ম্যান অফ দ্য টাইগার’ ম্যাচের পুরস্কারও পেয়েছেন।

    আর প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে ২৬ রানে ১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৩৪ রানে অপরাজিত থাকেন সাকিব। ফলে তিনি জিতে নেন ‘ম্যান অফ দ্য টাইগার’ পুরস্কার। এখান থেকে মাঠকর্মীদের একজনকে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন সাকিব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...