উদ্বোধনী রাতে একটি ফ্যাশন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ উপস্থিত থাকবে, টাইগার অধিনায়ক সাকিব আল হাসান এর আগে ফেসবুকে একটি ভিডিও বার্তায় ঘোষণা করেছিলেন। আর তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সেখানে ছুটে যান তিনি। সমস্যা তখন।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভক্তদের ভিড় সাকিবের দিকে আসছে। তাদের একজন সাকিবের ক্যাপ টানার চেষ্টা করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার ইংল্যান্ডকে হারানো দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক এই ঘটনায় মেজাজ ধরে রাখতে পারেননি। মাথার টুপি দিয়ে সমর্থককে মারতে শুরু করেন। এরপর শাকিবকে গাড়িতে করে চলে যেতে দেখা যায়।
বাইশ গজে প্রতিপক্ষকে ভয় দেখানোর পাশাপাশি বিজ্ঞাপনের বাজারেও চাহিদা রয়েছে বিশ্বের সেরা এই অলরাউন্ডারের। এছাড়া তিনি মোবাইল কোম্পানি ওপ্পো সহ বিখ্যাত সব ব্র্যান্ডের সাথে যুক্ত। আর তাই সারা বছরই তাকে ব্যস্ত থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয় এসেছে কিছুক্ষণ আগে। মাঠের আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে বিশ্রাম নিলে সাকিব ছুটে যান ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে। সেখানে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্ম দেয়।
ভক্তদের সঙ্গে সাকিবের সম্পর্ক কখনোই ভালো ছিল না। এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছিলেন সাকিব। তবে অনেকে মনে করেন যে ভক্তদের আরও সংবেদনশীল হওয়া উচিত।