More

    কোকাকোলা পান করে ৬ জন হাসপাতালে

    অবশ্যই পরুন

    চুয়াডাঙ্গায় কোমল পানীয় কোকাকোলা পান করে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকাল ১০টার দিকে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    অসুস্থ ব্যক্তিরা হলেন- ২২ বছর বয়সী ইয়াছিন আলী, ১৭ বছর বয়সী হোসেন আলী, ১২ বছর বয়সী হাসান হোসেন ও ৭ বছর বয়সী আব্দুল হাকিম, টেইপুর গ্রামের আসাবুল হকের চার ছেলে। সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কৃষি খামার এবং কৃষি খামারের প্রকল্প ব্যবস্থাপক ৩৫ বছর বয়সী রিয়াজ। উদ্দিন ও কর্মচারী ২৭ বছর বয়সী সোহাগ হোসেন।

    কৃষি খামারের কর্মচারী সোহাগ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ভালাইপুর মোড়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় ভালাইপুর মোড়ের একটি দোকান থেকে ৫০০ মিলি কোকা-কোলা কিনে বাড়িতে যান। রাত ৮টার দিকে বাড়ি ফিরে সবাই কোকা-কোলা শেয়ার করে পান করে। অল্প সময়ের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন।

    কৃষি খামারের প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন জানান, কোকাকোলা পান করার পরপরই সবাই অসুস্থ হয়ে পড়েন। তার মাথা ঝিমঝিম করতে থাকে এবং সে দুর্বল হয়ে পড়ে। বাকি পাঁচজনের মুখে ফেনা পড়তে থাকে। তারা বাসায় বিশ্রাম নিচ্ছিল। শুক্রবার সকালে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে যায়।

    চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া মা আরিজ বলেন, শুক্রবার সকালে ছয়জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। ওই পরিবারের লোকজনের অভিযোগ, কোকাকোলা পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। প্রাথমিক চিকিৎসা ও মনিটরিং দিয়ে আমরা তাদের হাসপাতালে ভর্তি রাখছি। তাদের অবস্থা নিরাপদ কি না তা বলা যাচ্ছে না।

    যাইহোক, যে কোমল পানীয়টি পান করা হয়েছিল তার এখনও তিন মাসের শেলফ লাইফ রয়েছে বলে জানা যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে অপরাজিতা

    মো:সৌরব বেতাগী (বরগুনা) প্রতিনিধি :- মানব সভ্যতার বিকাশে নারী-পুরুষ উভয়ের অবদান সমান, সমাজে চলার পথে তারা একে অপরের পরিপূরক।...