More

    বরিশালে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলায় আটক ৮

    অবশ্যই পরুন

    বরিশালের মেঘনা নদীতে হামলার ঘটনায় আটজনকে আটক করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ।

    শনিবার তাদের আটকের কথা জানান হিজলা থানার ওসি। ইউনুস মিয়া।

    তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌ-পুলিশের এসআইয়ের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ রয়েছে। শনিবার সন্ধ্যায় নাসিরউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- হিজলা উপজেলার চর মেমনিয়া গ্রামের মাঝি রাজ্জাক (৫৮), আমির হোসেন দর্জির ছেলে বশির হোসেন দর্জি (১৯), চর কুশরিয়ার জাকির রাঢ়ীর ছেলে ইসমাইল রাঢ়ী (১৯), সাব্বির হোসেন (১৯) ছেলে মো. ইউসুফ সরদার, গঙ্গাপুরের রাজ্জাক সরদারের ছেলে রাকিব মো. সরদার (১৯), পারভেজ চৌকিদার (৫০), চরজানপুর এলাকার আব্দুল মান্নান মাতবরের ছেলে শাহীন মাতবর (২১) ও গোসাইরহাটের নান্নুমুন্সিকান্দি এলাকার রুবেল ঢালী (২৮)।

    নৌ পুলিশের দায়ের করা মামলায় ২৭ জনের পাশাপাশি অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে হিজলা থানার ওসি জানান।

    মেঘনার অভয়ারণ্য এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় মাছ ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহনেও নিষেধাজ্ঞা রয়েছে।

    এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় শুক্রবার সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীতে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের একটি দল অভিযানে গেলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে।

    হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, অভিযানকারী দল ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর ঘাট এলাকায় নদী থেকে জেলেদের রাখা জাল অপসারণ করছিল। এ সময় জেলেরা ১০/১৫টি ট্রলার নিয়ে হামলা চালায়। হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।

    তিনি বলেন, হামলায় নৌপুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দে-এর মাথা ফেটে যায়। এছাড়া গর্তে পড়ে কনস্টেবল জাকারিয়া, মৎস্য বিভাগের নাবিক মুজাহিদ, শাহাদাত, সালাহউদ্দিন, সোহাগ ও রাজুসহ সাতজন আহত হয়েছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

    মোঃ রোকনুজ্জামান শরীফ , মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে...