মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।
আজ ১৩ মার্চ সোমবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধনে বরিশাল জেলার আওতাধীন সকল উপজেলা ও থানার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৯৮% শিক্ষককে জাতীয়করণের বাহিরে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব হবেনা। শিক্ষা জাতীয়করণ করা ছাড়া দেশের শিক্ষার মান উন্বয়ন করা যাবেনা।
সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলছে সেই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দরকার স্মার্ট কারিগর। সেই কারিগর হল শিক্ষক। শিক্ষকরা এই দেশে মেধাবী জাতি গঠনে কাজ করে। আর শিক্ষকদের অধিকার বঞ্চিত করে, তাদের বার বার রাস্তায় নামিয়ে শিক্ষকদের অবমাননা করা হচ্ছে।
বক্তারা বলেন, ১৯২১ সাল থেকে ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার পরিবর্তনসহ জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে বিরামহীন সংগ্রাম করে আসছে শিক্ষকরা।
সমশিক্ষা ও মেধার অধিকারি হয়েও আজ আমরা জাতীয়করনের বাহিরে। এক দেশে ২ ধরনের শিক্ষানীতি চলছে।যা শিক্ষকদের সাথে বৈষম্যের শামিল।
বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে একটি যুদ্ধবিধস্ত দেশে ১৯৭৩ সালে প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। আপনিও প্রায় ২৬ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। আমরাও সকলের জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে আসছি।
মহান মুক্তিযুদ্ধে এই সংগঠনটির রয়েছে এক গৌরবোজ্জল ইতিহাস ও সাহসী ভূমিকা। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের শিক্ষাব্যবস্থাকে অভীষ্ঠ লক্ষ্যে এগিয়ে নেবার জন্য সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি নির্মূলে দেশব্যাপী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করে আসছে। এ সংগঠনটি আপনার এবং আপনার সরকার ঘোষিত দেশের উন্নয়ন ও অগ্রগতির “রূপকল্প-২০৪১” বাস্তবায়নে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ।
মানববন্ধন থেকে বক্তারা জানান, আগামী ১৪ মার্চ সারা দেশের ন্যায় বরিশালেও ২ ঘন্টা কর্মবিরতি পালন করবে।
এরপরও যদি সরকার মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করন না করে তাহলে আগামী ২০ মার্চ
ঢাকা প্রেসক্লাব সম্মুখে শিক্ষক কর্মচারীদের নিয়ে মহা সমাবেশ করবে। ঐ মহাসমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা আসবে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাবেক সহ-সভাপতি আঃমালেক, সহ সভাপতি মোঃরফিকুল ইসলাম, সধারন সম্পাদক আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুল আলম আসাদ,সাংগঠনিক সম্পাদক এইচ,এম ইলিয়াস, বরিশাল সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি মোঃজাকির হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন