More

    পার্কের সুইমিংপুলে ডুবে ২ সন্তানের মৃত্যু, মা ব্যস্ত ছিলেন পরকীয়ায়

    অবশ্যই পরুন

    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ী এলাকায় গার্ডেন পার্কের সুইমিং পুলে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, ওই সময় শিশুটির মা পার্কে পরকীয়ায় ব্যস্ত ছিলেন।

    নিহতরা হলেন- তিন বছরের ফাহিম ও পাঁচ বছরের আদিজা। শনিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

    ঘটনার সময় দুই সন্তানের মা জিন্নাত আরা পার্কের ভেতরে উপস্থিত ছিলেন। দুই শিশুর মরদেহ উদ্ধারের পর জিন্নাত আরাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    জানা যায়, দুই সন্তানের পিতার নাম মোখলেছুর রহমান মিন্টু, তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের নাক্তনপুর এলাকায়। স্ত্রী-সন্তান নিয়ে নবীন গদরবাগ এলাকায় মিয়ার বাড়িতে থাকেন।

    দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানান, জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে শনিবার বিকেলে দুই সন্তানকে নিয়ে গদরবাগের বাড়ি থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন তিনি। বাগান পার্কে প্রবেশের পর জিন্নাত আরা দুই শিশুকে নিরাপত্তাহীন অবস্থায় রেখে পেছনের বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেম করে সময় কাটান। কীভাবে তার দুই সন্তান সুইমিং পুলে পড়ল তা তিনি জানেন না। এদিকে ঘটনার পর পরই প্রেমিক জুলহাস পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশু দুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    দুই সন্তানের জনক মোখলেছুর রহমান জানান, বিকেলে তার স্ত্রী মোবাইল ফোনে ফোন করে বলেন, দুই সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। পরে সন্ধ্যায় দুই শিশুর মৃত্যুর খবর আসে। তিনি অভিযোগ করেন, পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত শীর্ষ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।...