More

    বরিশালে সংবর্ধিত আইজিপি,করলেন বৃক্ষরোপন ও মাছ অবমুক্ত

    অবশ্যই পরুন

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে। পটুয়াখালী জেলা সফর শেষে বাংলাদেশ পুলিশের এই সর্বোচ্চ কর্মকর্তা বুধবার বরিশালে আসেন। বেলা সাড়ে তিনটার দিকে নগরীর বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেসে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বরিশাল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ প্রশাসন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, আইজিপি আবদুল্লাহ আল-মামুন গতকাল মঙ্গলবার পটুয়াখালী জেলা সফর করেন এবং সেখান থেকে আজ বুধবার সড়কপথে বরিশালে আসেন। বরিশালে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান এবং বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান প্রমুখ।

    সূত্রটি জানায়, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সংবর্ধনা গ্রহণের পর মেট্রোপলিটন পুলিশের নিবনির্মিত ভবন এবং রুপাতলীস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনস্ পরিদর্শনের পাশাপাশি বৃক্ষরোপন করেন। এছাড়া বিকেল ৫টার দিকে তিনি বরিশাল বিভাগের প্রতিটি জেলায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন।

    পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বাংলাদেশ পুলিশের শীর্ষ এই কর্মকর্তা আজই রাজধানীর উদ্দেশে রওনা হয়ে যাবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা, তদন্তকারী সংস্থার ধারণা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তে জানা গেছে,...