ডেস্ক প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ র্যালী ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ সকাল টায় নগরীর শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একই সময় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।
এছাড়াও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার জন্মদিন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও বিকেলে সাইকেল র্যালি বের করা হবে।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে সার্কিট হাউজের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়।
পরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে বিকেল সাড়ে ৩ টায় বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র নেতৃত্বে নগরীতে বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে অংশ নিয়েছে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেনসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ- প্রায় ২ হাজার সাইকেল। র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে এসে শেষ হয়।