স্টাফ রিপোর্টারঃ সিনিয়র জুনিয়র নিয়ে কথার কাটাকাটিকে কেন্দ্র করে গত ১৫ মার্চ বরিশাল সিটির ২৯ নং ওয়ার্ডে রকিবুল ইসলাম রিজন (১৮) নামে এক কুপিয়ে যখম করেছে একদল কিশোর ।
আহত রিজন সরকারী বরিশাল কলেজের উচ্চ মাধ্যমিকের ১ ম বর্ষের শিক্ষার্থী।
হামলার ঘটনায় জড়িত কিশোর সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ ১৯ মার্চ দুপুর ১২ টার দিকে নগরীর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহত শিক্ষার্থীর সহপাঠী সরকারী বরিশাল কলেজের সাধারন শিক্ষার্থীরা। বরিশাল কলেজের আহবানে ডাকা মানববন্ধনে অংশ নিয়েছে বরিশালের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেয়া বরিশাল কলেজের শিক্ষার্থী কে,এম,মাইনুল বলেন, হামলার ৩ দিন পার হলেও প্রশাসন এখনও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে করতে পারেনি। এটা তাদের ব্যার্থতার পরিচয়। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আমরা রাজপথ অচল করে দিব।
আহত রিজনের সেজ বোন টুম্পা বলেন আমার একমাত্র ছোট ভাই রিজন এখনও আইসিউতে রয়েছে। বাঁচবে কিনা তা জানিনা।
আমার ভাই হাসপাতালে আর তাকে যে সন্ত্রাসীরা কুপিয়েছে তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমরা পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসন যদি আসামীদের গ্রেফতার না করেকরে তাহলে আমাদের উপরও হামলা চালাতে পারে সন্ত্রাসীরা।
গত ১৫ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে রিজন বাইক নিয়ে কোচিং এর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এর ৩-৪ মিনিট পর বাড়ির সামনের ইছাকাঠী প্রধান সড়কে স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান লিখনের ছেলে রিওন (১৭) ও একই এলাকার জসীম মিয়ার ছেলে সিহাব (১৮) তাদের অনুসারী ৭-৮ জন মিলে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে পথ রোধ করে রিজনকে চাপাতি ও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে পালিয়ে যায়। ওদের হাতে অস্ত্র থাকায় স্থানীয় লোকজন কেহ সামনে আসেনি। হামলায় রিজনের শরীরে বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়।
এঘটনায় বিএমপি’র বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃহেলাল উদ্দিন বলেন,
হামলার ঘটনায় জড়িত ৭ আসামীর মধ্যে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্যে অভিযান চলছে