More

    কলাপাড়া পৌরসভার সড়ক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার একটি সড়ক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার আট নং ওয়ার্ডের বাসীন্দা আব্দুর রাজ্জাক তালুকদার এবং আলম খান গংএর বিরুদ্ধে সেখানকার ৩০টি পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে।

    অভিযোগে বলা হয়েছে, কলেজ রোডের সঙ্গে সংযুক্ত উত্তরমুখী হামিদ মুন্সীর বাড়ির দিকে চলাচলের ১০ ফুট প্রস্থ এই সড়কটির অন্তত ৫—৬ ফুট দখল করে প্রভাবশালী মহলটি দেয়াল নির্মাণ করেছে। ফলে চলাচলের জন্য মাত্র ৩ফুট প্রস্থ ছাড়া বাকিটা দখল হয়ে যাচ্ছে। সেখানকার ৩০ পরিবারের পক্ষে হেনা ইসলামসহ ৩০ পরিবার তাদের লিখিত অভিযোগে আরও জানান, খেপুপাড়া মৌজার বিএস ৯৪৫৭ নম্বর দাগের এই রাস্তাটি দখল করে দেয়াল নির্মাণের কাজ বন্ধের জন্য পৌরসভার মেয়রসহ বিভিন্ন মহলে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না।

    হেনা ইসলাম দাবি করেছেন ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক
    তালুকদার প্রভাব খাটিয়ে তার পরিবার এই দখল কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন। এ ব্যাপারে ফয়জুল ইসলাম আশিক তালুকদার জানান, আমরা আমাদের বিএস দাগের মধ্যে রয়েছি। আমরা রাস্তা দখল করিনি। অন্যরা রাস্তা দখল করে ওয়াল দিয়েছে।

    আমাদের আরও ১৫ শতাংশ জমি ঘাটতি রয়েছে। এনিয়ে মামলা করা হয়েছে। আমাদের ভাবমুর্তি ক্ষুন্নের জন্য এমন মিথ্যা অভিযোগ করা হয়েছে। অপর অভিযুক্ত আলম খানের ভাই শাহীন খান জানান, তারাও তাদের রেকডীর্য় জমির মধ্যে রয়েছেন। কলাপাড়া পৌরসভার আট নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর লতিফ খালাসী জানান, সরেজমিনে গিয়ে দেখিছি। আলম এর দেয়াল এক দেড়ফুট রাস্তার মধ্যে এসেছে। এছাড়া নতুন করে আশিক তালুকদার দেয়ার নির্মান করায় ওই রাস্তাটি দিয়ে একটি রিক্সা যাওয়াও কষ্টকর। এছাড়া ওই রাস্তাটি করতে হলে কমপক্ষে ৮ ফুট জায়গা লাগবে কিন্তু তা নেই একারনে রাস্তাটিও পৌরসভা করতে পারছেনা।

    কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ

    পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ডা. পার্থ সমদ্দার নামের এক চিকিৎসকের...