More

    কিশোর গ্যাং: বাউফলে ২ শিক্ষার্থী খুন

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : স্কুল থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরা হলোনা দুই স্কুল শিক্ষার্থীর। পথে সহপাঠীদের হাতে  নির্মমভাবে খুন হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার  পটুয়াখালীর বাউফল উপজেলায়। বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    নিহতরা হচ্ছে- ইন্দ্রকূল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে নাফিস (১৫) ও মোশারেফ মাস্টারের ছেলে সিয়াম (১৫)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ওই ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে স্কুলের দক্ষিণ পাশে ব্রিজের ওপর নবম শ্রেণির শিক্ষার্থীরা এ হামলা করে।

    হামলায় আহত হয় দশম শ্রেণির শিক্ষার্থী নাফিস (১৬), মারুফ (১৫), সিয়াম (১৫)। পরে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নাফিস ও মারুফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তারা মারা যায়। পরে হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাফিস ও মারুফকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং নাফিস ও মারুফ নামে দুই শিক্ষার্থী বরিশালে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। আর সিয়াম বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

    বাউফল পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ

    পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ডা. পার্থ সমদ্দার নামের এক চিকিৎসকের...