বরিশাল প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কেরানি শাখাওয়াত হোসেন ওরফে শুক্কুর খানের (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার বিষখালী নদীর নাইয়া পাড়া এলাকায় তার মরদেহ ভাসতে দেখা যায়। শাখাওয়াত দাউইকাঠি গ্রামের রংশ্রী ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের প্রধান ক্লার্ক ছিলেন।
পরিবারের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, বিকেলে বৃষ্টির পর সাখাওয়াত হোসেন বাড়ি থেকে বের হয়ে মীরের কুঁড়েঘরে যান। সেখান থেকে কিভাবে তিনি নদীতে পড়ে গেলেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।