More

    বাউফলে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় ২ কিশোর গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফল এলাকায় চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় সৈকত (১৪) ও সিফাত (১৪) নামে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোরে সিফাদকে সূর্যমণির ইন্দ্রকুল গ্রাম থেকে এবং সৈকতকে কালাইয়া থেকে গ্রেপ্তার করা হয়।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    উল্লেখ্য, গত বুধবার (২২ মার্চ) বাউফলের সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মারুফ (১৫), নাফিস (১৫) ও সিয়াম বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি যাচ্ছিল। স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাইম, রায়হান, হাসিবুল, সৈকত ও সিফাত তাদের মারধর করে এবং এক পর্যায়ে নির্বিচারে ছুরিকাঘাত করে।

    তাদের উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারুফ ও নাফিসের মৃত্যু হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে সিজারের সময় নবজাতকের পা ভেঙ্গে ফেলার অভিযোগ

    পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের বাম পা ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে ডা. পার্থ সমদ্দার নামের এক চিকিৎসকের...