More

    বরিশালে কেজি দরে তরমুজ বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

    অবশ্যই পরুন

    প্রতি বছরের মতো এবারও রমজানের শুরুতে রসালো তরমুজ বিক্রিতে প্রতারণার শিকার হয়েছেন বরিশালের ব্যবসায়ীরা। তরমুজ টুকরো করে কিনে খুচরা বাজারে কেজি হিসেবে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

    বুধবার বিকেলে বরিশাল নগরীর চৌমাথা বাজারে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর একটি দল।

    সাফিয়া সুলতানা বলেন, বাজারে তরমুজ টুকরা হিসেবে বিক্রি হলেও রমজান মাসকে কেন্দ্র করে খুচরা ব্যবসায়ীরা কেজি দরে বিক্রি শুরু করে। সত্যতা, ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    উল্লেখ্য, গত বছরও রমজানের শুরুতে বরিশালের খুচরা তরমুজ বিক্রেতারা প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হলে তুমুল সমালোচনা হয়। পরে জেলা প্রশাসন তা ঠেকাতে তৎপর হয় এবং অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও জেল দেওয়া হয়। সেই সঙ্গে কেজি করে তরমুজ বিক্রি বন্ধ রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

    মোঃ রোকনুজ্জামান শরীফ , মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে...