More

    কলাপাড়ায় ১৬৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন

    অবশ্যই পরুন

    ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এর যাত্রা শুরু এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যপটপ বিতরন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বেলা ১১ টায় ল্যপটপ বিতরন অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ল্যাপটপ বিতরন কার্যক্রমের উদ্বোধন করে বক্তব্য রাখেন, আলহাজ অধ্যক্ষ মহিববুর রহমান এমপি।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস প্রমূখ। উপজেলার ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ল্যপটপ বিতরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...