More

    রমজান শুরু, ফাকা কুয়াকাটা

    অবশ্যই পরুন

    রমজান শুরু হওয়ায় সুনসান পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। শুক্রবার (২৪ মার্চ) ছুটির দিন হওয়ায় পুরো সৈকত ছিল ফাঁকা। জিরো পয়েন্ট এলাকায় দেখা যায় মুষ্টিমেয় পর্যটকদের।

    সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, ঝাউবন, শুটকিপল্লী, লেম্বুরবানসহ পুরো সৈকতই ফাঁকা। তবে গত কয়েক মাসের ছুটির দিনে টইটুম্বুতে পর্যটকদের কাছে জনপ্রিয় ছিল এই ভ্রমণ স্পটগুলো।

    সংশ্লিষ্ট পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের পরও কুয়াকাটায় পর্যটকের সংখ্যা বাড়ছে। কিন্তু রমজানের শুরুতেই পর্যটক শূন্য হয়ে পড়েছে সাগরকন্যা নামে পরিচিত এই সৈকত। তবে ঈদের ছুটিতে অনেক পর্যটকের আগমনের প্রত্যাশায় হোটেল-মোটেলগুলো পরিষ্কার করা হচ্ছে।

    ভারত থেকে আসা রবীন্দ্র রায় নামের এক পর্যটক জাগো নিউজকে বলেন, আমি ভারত থেকে কুয়াকাটা বেড়াতে এসেছি। খুব সুন্দর কুয়াকাটা, কিন্তু শুক্রবারের ছুটিতেও মানুষ নেই। পবিত্র রমজান মাস শুরু হওয়ায় লোকজন কম দেখা যাচ্ছে। তবে মানুষ থাকলে ভালো হতো।

    রহমান নামের এক সমুদ্র সৈকত ফটোগ্রাফার জাগো নিউজকে বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর দীর্ঘ সময় কুয়াকাটা পর্যটকে ভরপুর ছিল। কিন্তু শুক্রবার থেকে কোনো পর্যটক নেই। আশা করি ঈদের পর পর্যটক বাড়বে।

    হোটেল সাউথ স্টারের পরিচালক ইসমাইল হোসেন জানান, গত ২-৩ মাস ধরে প্রতি শুক্রবার আমাদের সব কক্ষ অগ্রিম বুকিং করা হয়। কিন্তু শুক্রবার, প্রায় 80 শতাংশ খালি ছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...