স্টাফ রিপোর্টারঃডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি ও র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বরিশালে
সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট বরিশাল জেলা শাখা।
আজ ৩০ মার্চ বিকেল সাড়ে ৩ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল শাখার প্রচার সম্পাদক বিজন শিকদারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার কোষাধক্ষ্য সুজয় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ভূমিকা সরকার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদ মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ,গনতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল জেলার সংগঠক হুজাইফা রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। কে কখন কোথায় গুম ও খুন হবো তা আমরা জানিনা। একটা স্বাধীন দেশের জনগন হওয়া সত্তেও আমাদের কারো জীবনের নিরাপত্তা নেই। সরকার মসনদে টিকে থাকতে জনগনের ও পেশাজীবি সাংবাদিকদের দমন নিপীড়নের একটি হাতিয়ার হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। একটি স্বাধীন দেশের জনগন হওয়া সত্তেও আজ আমরা প্রত্যেকে মত প্রকাশের স্বাধীনতা হারিয়েছি। স্বাধীন দেশের জনগন হয়ে আজ আমরা ভুখা থেকেও বলতে পারিনা।আর আমাদের কথা লিখতে গেলে
পেশাদার সাংবাদিকদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতার করা হয়। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস দ্রব্যমূল্যের উর্ধগতির জাতাকলে পিষ্ঠ হওয়া একজন মানুষের আর্তনাদের কথা তুলে ধরতে গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে। আমরা এই ঘটনার তিব্র নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে আটক সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবি জানাই। আর জনগনের কন্ঠ রোধকরা ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের জোর দাবি জানাই। এছাড়াও সদ্য র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানাই।
বক্তারা বলেন র্যাবের হেফাজতে মৃত্যুর ঘটনাটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।
সমাবেশে শেষে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে
