More

    চান্দগাঁও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান সবুজের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

    অবশ্যই পরুন

    শুক্রবার (৩১ মার্চ) চান্দগাঁও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মোহরা বরিশাল বাজারের এফ জেট কমপ্লেক্সের সভাকক্ষে একটি শোকসভা ও মিলাদের আয়োজন করা হয়। এসময় চান্দগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জানান, আমাদের শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সবুজের মায়ের অকাল মৃত্যুতে আমরা সংগঠনের পক্ষ থেকে একটি শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করছি। এতে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
    সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কালুরঘাট শিল্পাঞ্চল শাখার জাতীয় শ্রমিক লীগের সভাপতি এস এম আলী আকবর। সভাপতিত্ব করেন চাঁন্দগাও থানা শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক (কালুরঘাট শিল্পঅঞ্চল) মোঃ শহীদুল ইসলাম দুলাল, সহ-সাধারণ সম্পাদক গোলজার হোসেন নয়ন। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন নেছার উল্লাহ খান (সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ চান্দগাঁও থানা)।
    এসময় সকলে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    এতে আরো যাঁরা উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম আবু, মিজানুর রহমান, আব্দুস সালাম, মোঃ শাকের নুরুজ্জামান সবুজ, মোঃ হান্নান, ইমরান হোসেন সুমন, বাবুল ফরাজী, হারুন অর রশিদ, আব্দুল মান্নান টিটু এবং দিদারুল আলম নিজামী,জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...