পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ১২৮ জন লেবারের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির ২০ লক্ষাধিক টাকার কাজ যথাযথ ভাবে না করে আত্মসাতের অভিযোগ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধুলাসার গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে ২০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় দেখিয়ে ২০২২/২৩ অর্থ বছরে ৪০ দিনের কর্মসূচির আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বাস্তবায়নাধীন ধুলাসার ইউনিয়নে দুই টি সড়কের কাজ ১২৮ জন হতদরিদ্র লেবার দিয়ে করানো হয় নি। এসকেভেটর মেশিন (বগা মেশিন) দিয়ে কাজ করে প্রকল্প বাস্তবায়ন কমিটি (সিপিসি) টাকা আত্মসাৎ করেছে।
অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে কলাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার কে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে উপজেলা
নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করেছেন। ২৯ মার্চ এ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয় উক্ত কাজের সিপিসি ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, পরিষদের সকল সদস্য মিলে কাজটি যথাযথ ভাবে করা হয়েছে। একজন মহিলা মেম্বারের সঙ্গে কাজ নিয়ে তর্কাতর্কি হয়েছে যার কারণে এই অভিযোগ করা হয়েছে। কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, কাজ যথাযথ ভাবে করা হয়েছে। পরিষদের সদস্যদের নিজেদের বিরোধ কে কেন্দ্র করে এই অভিযোগ করা হয়েছে।