More

    গ্রাহক পর্যায়ে এলপিজির দাম কমেছে

    অবশ্যই পরুন

    গ্রাহক পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা থেকে কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা করা হয়েছে। সে হিসাবে দাম কমেছে ১ থেকে ২ টাকা। ২৪৪।

    রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন নতুন দাম ঘোষণা করেন। যা আজ থেকে কার্যকর হবে।

    এর আগে মার্চে, BERC ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৯৮টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে ১৪২২ টাকা করেছিল।

    ঘোষণা অনুযায়ী, বেসরকারি এলপিজির খুচরা পয়েন্ট মূল্য ভ্যাটসহ প্রতি কেজি ৯৮ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জালিকা পদ্ধতিতে তরল আকারে সরবরাহ করা বেসরকারি এলপিজির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মুসাকসহ প্রতি কেজি ৯৪ টাকা।

    এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মুসাক ছাড়া প্রতি লিটার ৫১ টাকা ৭৬ পয়সা এবং মুসাকের সাথে প্রতি লিটার ৫৪ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে ফেব্রুয়ারিতে এলপিজি ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ১ হাজার ২৩২ টাকা থেকে বেড়ে হয়েছিল ১ হাজার ৪৯৮ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...