ঢাকা-বরিশাল রুটের বাস সার্ভিস বিএমএফ পরিবহন বন্ধ রয়েছে। এছাড়া বরিশাল থেকে মাদারীপুর রুটে সব ধরনের বাস চলাচলও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের কর্মীরা।
ফলে রোববার (২ এপ্রিল) সকাল থেকে বিএমএফ পরিবহন ও মাদারীপুর বাস কাউন্টার বন্ধ রয়েছে।
নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকরা জানান, বিএমএফ পরিবহনের ব্যানারে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের ৬০টির বেশি বাস বিক্রি হয়েছে। এর মধ্যে ভিআইপি চিহ্নিত কয়েকটি বাস নিয়ে মাদারীপুর ও ফরিদপুর বাস মালিকদের সঙ্গে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সদস্যদের বিরোধ হয়।
শনিবার (১ এপ্রিল) রাতে মাদারীপুরে বরিশালের ভিআইপি সিরিয়ালের বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আর এ ঘটনার পর বিএমএফ পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএমএফ পরিবহন বরিশাল কাউন্টার ম্যানেজার মোঃ রনি জানান, মাদারীপুরের শ্রমিকদের সাথে বরিশালের শ্রমিকদের হাতাহাতি হয়। ঘূর্ণন সমস্যার কারণে এটি ঘটছে। তবে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, ভিআইপি কোটার বিষয়টি মিথ্যা। তুচ্ছ বিষয় নিয়ে শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা মাদারীপুরের কথা বলছি। সোমবার থেকে আবার মাদারীপুরে বিএমএফ ও লোকাল বাস চলাচল করবে বলে আশা করা হচ্ছে।
বরিশাল-মাদারীপুর রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। মাদারীপুরের যাত্রী সাফিয়া খাতুন বলেন, পারিবারিক কাজে মাদারীপুর যাওয়া খুবই জরুরি। এসে দেখি কাউন্টার বন্ধ। সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বসে এখন অন্য পথে যাওয়ার চেষ্টা করছি।