More

    কলাপাড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আবদুর পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
    রহমানকে (৩৬) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যরা।

    রোববার সকালে পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের উপ-পরিদর্শক আবদুর রহিম চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে রহমতপুর মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান কলাপাড়া পৌরসভার রহমতপুর মহল্লার মৃত জব্বার মুন্সীর ছেলে। রহমান ছিলেন একজন খুচরা বিক্রেতা ও মরসাইকেলের যন্ত্রাংশ মেরামতকারী।

    তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, একটি ফিচার ফোন, জঙ্গিবাদ সংক্রান্ত দুটি বই, বেশ কয়েকটি সিম কার্ড ও মেমোরি কার্ডসহ কয়েকটি ওষুধ কোম্পানির রাইটিং প্যাডসহ তার হাতের লেখা জব্দ করা হয়েছে।
    এ ঘটনায় আবদুর রহমানের নামে কলাপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
    হয়েছে

    জানা যায়, গ্রেফতারকৃত আবদুর রহমান এম এ রহমান মুজাহিদ তার ফেসবুক আইডি ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ও এর নেতা জসিম উদ্দিন রহমানির সমর্থনে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করে দেশে সন্ত্রাস ও আতঙ্ক ছড়াচ্ছে।
    উদ্দেশ্য ছিল অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে চরমপন্থী ও জঙ্গি মতাদর্শ প্রচার করা।

    আব্দুর রহমান তার ফেসবুক আইডি ব্যবহার করে তার মোবাইলের মাধ্যমে অনলাইনে এবং সাইবারস্পেসে যান
    ফোনের মাধ্যমে বিভিন্ন উগ্রপন্থী ফেসবুক পেজ, বিভিন্ন সশস্ত্র জিহাদী মতাদর্শের ফেসবুক আইডির পোস্ট ও ভিডিও একটি তথাকথিত ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মতবাদ প্রচার করে সমমনা পোষ্ট, শেয়ার ও লাইক ও কমেন্ট করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...