More

    এই সরকারের কাছে দেশ ও ভোট নিরাপদ নয়- বরিশালে আব্দুল আউয়াল মিন্টু

    অবশ্যই পরুন

     

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল ও খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে বরিশাল জিলা স্কুল মাঠে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    আজ  ৫ এপ্রিল বুধবার দুপুর ২ টায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজিব আহসান’র সঞ্চালনায় এই আলোচনা সভা শুরু হয়।

    আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান সরকারের কাছে দেশ ও জনগনের ভোট নিরাপদ নয়। তারা দ্বীনের ভোট রাতে করে অভ্যস্ত, বিগত নির্বাচনে তা প্রমাণ করেছে । এদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে চায় অত্যাচার-নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে মুক্তি চায়।

    বিএনপি জনগনের অধিকার আদায়ে আন্দোলন করছে। দেশের মুক্তিকামী মানুষ আমাদের আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। সরকার দেশব্যাপি বিএনপির বিভাগীয় সমাবেশ বাঁধাগ্রস্ত করতে সড়ক ও নৌপথের যানবহন বন্ধ করার পরও বিভাগীয় সমাবেশ গুলোতে লাখো মানুষের উপস্থিতি ছিল স্মরনকালের সেরা উপস্থিতি।

    বরিশালে খুলনা ও বরিশালের স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও ইফতার মোনাজাতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলীয়  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন নির্বাহী কমিটির সদস্য সহ- বরিশাল ও খুলনা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলোচনা করেন।

    আলোচনা সভা শেষে খালেদা জিয়া, তারেক রহমানের দ্বীর্ঘায়ু সহ-দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা, তদন্তকারী সংস্থার ধারণা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তে জানা গেছে,...