More

    পোশাকের দাম বেশি রাখায় বরিশালে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    খান মনিরুজ্জামানঃ আইন লঙ্ঘন করে পোশাকের অতিরিক্ত দাম রাখায় ও বাশি খাবার ফ্রিজে রেখে সংরক্ষন কররা দায়ে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর’র ৪ টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

    আজ ৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১ টা-৩ টা পর্যন্ত বরিশাল নগরীর বেশকয়েকটি পোশাকের দোকান,রেস্তোরাঁয় ও কসমেটিকস দোকানে এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর বরিশাল।

    এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল  বিভাগীয় উপ পরিচালক অপূর্ব অধিকারি।

    অভিযানে অংশ নেয় বরিশালের সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সাফিয়া সুলতানা প্রমুখ। অভিযানে সহযোগীতা করেন আর্মড ব্যাটেলিয়ন পুলিশের একটি দল।

    অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল  বিভাগীয় উপ পরিচালক অপূর্ব অধিকারি বলেন, ভোক্তার অধিকার ক্ষুন্ন করে কেউ অধিক হারে ব্যাবসা করলে যতবড় ব্যাক্তি বা প্রতিষ্ঠানই হোকনা কেন ছাড় দেবেনা ভোক্তা অধিদপ্তর। ভোক্তার অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করলে শাস্তি ও জরিমানার মুখোমুখি হতে হবে। রমজান ও ঈদকে সামনে রেখে আমরা নিয়মিত বাজার মনিটরিং কাজ করছি। এই অভিযান চলমান থাকবে।

    বরিশাল নগরীর বিবির পুকুর পাড় পার্শ্ববর্তী পোষাকের দোকান আর্ট ফ্যাসন’এ  ন্যায্য মূল্যের চেয়ে  ১০৪% বেশি লাভ করায় ৫ হাজার টাকা, বাশি খাবার ফ্রিজে রেখে সংরক্ষন কররা দায়ে ফাইভ এস,গার্ডেন  রেস্তোরাকে ৫ হাজার টাকা , মিষ্টি জাতীয় খাবারে উৎপাদন মেয়াদ মূল্য নির্ধারণ নাকরায় গার্ডেন ইন রেস্তোরাঁকে ৩ হাজার টাকা ও পণ্যের গায়ে আমদানিকারকের নাম না থাকা ও দাম বেশি রাখায় গ্রীণ ফ্যাসন কসমেটিকস বিপনীকে ৫ হাজার টাকা  সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে : চরমোনাই পীর

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে...