ডেস্ক প্রতিবেদক: শিক্ষার্থিরা পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলো পবিপ্রবি ভিসি-কে। স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে মানদণ্ড কমানোর দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বুধবার মধ্যরাত পর্যন্ত উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্তকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এই সংবাদ করতে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীর হাতে মারধরের শিকার হয়েছেন বাংলা ট্রিবিউনের পটুয়াখালী প্রতিনিধি আবদুল কাইউমসহ পাঁচ সাংবাদিক।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক ও শিক্ষার্থীরা। বুধবার (৫ এপ্রিল) রাত ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের সামনে এ ঘটনা ঘটে। এর আগে রাত ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানিয়েছেন, সম্প্রতি সিজিপিএ ও জিপিএ মানদণ্ড তুলে দিয়ে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হয়ে স্নাতকোত্তর করার সুযোগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সিদ্ধান্তের একদিন পর তা বাতিল করায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনে কয়েক দফা অবরুদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় উপাচার্যের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগতরা। এই সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের হাতে মারধরের শিকার হন পাঁচ সাংবাদিক।
’