More

    সংসদে অসুস্থ হয়ে পড়েন তোফায়েল আহমেদ

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : দেশের বর্ষীয়ান রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন।  আজ শুক্রবার জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় ভাষণ দিচ্ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক  এ মন্ত্রী।

    তোফায়েল আহমেদকে আলোচনার জন্য ১২ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। বক্তব্যের অন্তত দুই মিনিটের মধ্যেই তিনি বলেন, ‘মাননীয় স্পিকার। আমার শরীরটা ভালো না। আমাকে এখনই বাসায় যেতে হবে।’

    এ কথা বলেই তিনি নিজ আসনে বসে পড়েন। এরপরই দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিটের সময় দিয়ে ফ্লোর দেন স্পিকার।

    ওই সময় তোফায়েল আহমেদকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন এমপি ধরাধরি করে অধিবেশনের বাইরে নিয়ে যান। সেখান থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...