ডেস্ক রিপোর্ট : রাঙ্গাবালীতে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুর হয়েছে। শুক্রবার রাতে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বিএনপির কার্যলয় ভাঙচুর করা হয়।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদর বাহের চরে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় অফিসের মধ্যে থাকা চেয়ার-টেবিল, আসবাবপত্র, ব্যানার এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ছিঁড়ে ফেলা হয়।
বিএনপি নেতাদের দাবি ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজি জানান, আগামীকাল দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গাবালী উপজেলায় অবস্থান কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। কিন্তু তাদের হামলায় আমরা ভয়ে পিছু হটবো না। আগামীকাল যেকোনো মূল্যে দলের কর্মসূচি বাস্তবায়ন করবো।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল জানান, বিএনপির অফিস কে বা কারা ভাঙচুর করেছে তা জানা নেই। বিএনপি নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আমাদের ওপর দোষ চাপাতে পারে।