More

    কুয়াকাটায় ইলিশ পার্কের দেয়াল ভাঙ্গার অভিযোগে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক: কুয়াকাটায় ব্যাক্তিগত রিসোর্ট ইলিশ পার্কের সামনের দিকের প্রায় ৫০ ফুট বাউন্ডারি দেয়াল সন্ত্রাসী স্টাইলে ভেঙে ফেলা হয়েছে। কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদারের ভাইয়ের ছেলে আবু বকরের নেতৃত্বে কতিপয় লোক বুধবার,৫ এপ্রিল সকালে দেয়ালটি হ্যামার দিয়ে ভেঙে দিয়েছে। ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের এমন ক্ষতিসাধন করার প্রতিকার চেয়ে রোববার বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। লিখিত বক্তব্য পাঠ করেন ইলিশ পার্কের মালিক ও পর্যটন ব্যবসায়ী রুমান ইমতিয়াজ তুষার। লিখিত বক্তব্যে তিনি জানান, ৩২ শতক জমি কিনে তিনি ব্যক্তি উদ্যোগে কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্পট ‘ইলিশ পার্ক’ গড়ে তুলেন। নির্বিঘেœ ব্যবসা করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। হ্যামার দিয়ে দেয়ালটির সামনের অংশ ভেঙে অপূরণীয় ক্ষতি করা হয়েছে। আসন্ন ঈদের সময় সকল ব্যবসায়ীরা যখন ব্যবসার প্রস্তুতি নিচ্ছে তখন তার এমন সর্বনাশ করা হয়েছে। তিনি এ ঘটনায় হতবাক হয়ে গেছেন। এব্যাপারে কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, রাস্তা প্রশস্ত করার জন্য ঠিকাদার জায়গার মালিকের অনুমতি নিয়ে দেয়াল অপসারণের কাজ শুরু করেছে। যে পরিমাণ কাজ করা হচ্ছিল ওই জায়গা তুষার সাহেব বিক্রি করছেন। বিক্রেতার অনুমতি নিয়ে কাজ করছিল ঠিকাদার। এখানে অন্য কোন ধরনের উদ্দেশ্য নেই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...