More

    নিউইয়র্ক প্রবাসী বাবু জামানের সৌজন্যে ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের ইফতার পার্টি

    অবশ্যই পরুন

    গৌরনদীর আমেরিকা প্রবাসী ফিরোজ মিয়ার ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের মাধ্যমে নিউইয়র্ক প্রবাসী বাবু জামান সৌজন্যে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। ক্লাবের সাথে জড়িয়ে থাকা মানুষ গুলো একত্রে কিছু আনন্দময় সময় উপভোগ করেন।

    যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাচনিক শিল্পী ও সাহিত্য সেবি, ক্লাবের এডমিন ইশরাত জাহান মিনু, এডমিন মান্নান পাটোয়ারী, এডমিন কবি হাজেরা সাথী, উপদেষ্ঠা কামরুন আক্তার, সহ সকল সদস্য বৃন্দ। ইফতার পার্টিতে সকলি দোয়া করেন ও ফিরোজ মিয়া ফ্যানক্লাবের উন্নতি সাফল্য সহ বাবু জামানের জন্য দোয়া ও শুভ কামনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...