More

    লঞ্চ থেকে ঝাঁপ দেয়া বরিশালের রেফাতের লাশ হিজলার চর থেকে উদ্ধার

    অবশ্যই পরুন

    লঞ্চ থেকে ঝাঁপ দেয়া বরিশালের রেফাতের লাশ হিজলার চর থেকে উদ্ধার

    খান মনিরুজ্জামানঃ চাকরির ইন্টারভিউ দিতে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হওয়া বরিশালের যুবকের মরদেহ জেলেরা হিজলার চর থেকে উদ্ধার করেছে।

    উদ্ধার হওয়া যুবক বরিশাল নগরীর ১৭ নং ওয়ার্ডস্থ্য সদর রোড এলাকার শেখ আসলাম মিয়ার  ছেলে শেখ রেফাত মাহমুদ সাদ (২৭)।
    ২ ভাই ও ১ বোনের মধ্যে সাদ ছিল মেঝ।

    সাদের বাল্য বন্ধু মোঃসৌরভ জানায়,শেখ রেফাত মাহমুদ সাদ সদালাপি ও ভালো বন্ধু ছিল।  শেখ রেফাত মাহমুদ সাদ বরিশাল বিএম কলেজ থেকে ২০২১ সালে মাস্টার্স পাশ করেছে।
    চাকরির ইন্টারভিউ দিতে গত ৭ এপ্রিল শুভরাজ লঞ্চযোগে বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হয়।

    শেখ রেফাত মাহমুদ সাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বাবা শেখ আসলাম মিয়া প্রথমে ঢাকার নিকটাত্মীয় ও সাদ’র বন্ধুদের কাছে খোঁজ নেয়। সন্তানের খোঁজ না পাওয়ায় বরিশাল কোতয়ালী  মডেল থানায় গত ৮ এপ্রিল একটি সাধারন ডায়েরি করেন।

    পরে পুলিশের সহায়তায় শুভরাজ লঞ্চের সিসি ক্যামেরা চেক করে লঞ্চ থেকে শেখ রেফাত মাহমুদ সাদ কে চাঁদপুর ও মোহনপুর নদীর মোহনায় ঝাপ দিতে দেখা যায়। পরে আত্মীয় স্বজনরা নদীর আশপাশের এলাকায় অনেক খোঁজাখুজি করে পায়নি।

    তবে আজ ১০ এপ্রিল সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে শেখ রেফাত মাহমুদ সাদের মোবাইল নাম্বার দিয়ে তার বাবা শেখ আসলাম মিয়ারকে  ফোন দেয় হিজলার এক জেলে। তিনি জানায়, বরিশাল জেলার হিজলার চর এলাকায় এক যুবকের ভাসমান মরদেহ তারা উদ্ধার করেছে । যুবকটির পকেটে তারা একটি নষ্ট  মোবাইল পেয়েছে।পরে মোবাইল থেকে সিম খুলে অন্য মোবাইলে ঢুকিয়ে এই নাম্বারে ফোন দিয়েছিল।

    তাৎক্ষনিক সাদের বাবা  শেখ আসলাম মিয়া তার ছোট বড় ভাই শেখ রাফসান মাহমুদ সংগ্রাম ও স্বজনদের সাথে নিয়ে হিজলা এলাকায় গিয়ে মরদেহ সনাক্ত করে সাদকে বরিশালে নিয়ে আসে।

    আজ বাদ জোহর বরিশাল নগরীর সদর রোডস্থ বায়তুল মোকাররম মসজিদ সম্মুখে জানাযা শেষে নগরীর মুসলিম গোরস্থানে শেখ রেফাত মাহমুদ সাদ’র মরদেহ দাফন করা হয়েছে।

    নদীতে ঝাপ দেয়ার বিষয় জানতে চাইলে সাদের বাল্য বন্ধু মোঃসৌরভ জানায় পারিবারিক কোন কলহ ছিলনা, তবে কোন ডিপ্রেশনে ভোগার কারনে এমনটা হয়েছে বলে তিনি মনে করেন।

    এবিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মোঃআনোয়ার হোসেন জানায়, শেখ রেফাত মাহমুদ সাদ নামের এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় আমাদের থানায় ৮ এপ্রিল  একটি সাধারন ডায়েরি হয়েছিল। আমরা শুনেছি সাদের মরদেহ হিজলা থেকে উদ্ধার করেছে তার পরিবার। তিনি বলেন, আমরা লঞ্চের সিসি ফুটেজে দেখতে পেয়েছি সাদকে নদীতে ঝাপ দিতে।  নৌ পুলিশের সহায়তায় আমরা বিষয়টি খতিয়ে দেখব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার, চার ব্যবসায়ীর জেল-জরিমানা

    বরিশাল নগরীর পাঁচটি গুদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার...