More

    ১৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ায় স্ত্রীর বিরুদ্ধে থানায় স্বামীর অভিযোগ দায়ের

    অবশ্যই পরুন

     

    স্টাফ রিপোর্টারঃ থানায় স্ত্রীর বিরুদ্ধে ১৪  লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এক শিক্ষক স্বামী।

    অভিযোগকারী মোঃসাইফুল ইসলাম বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও আল ইখওয়ান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
    অভিযুক্ত স্ত্রীর নাম আছমা আক্তার শিল্পী (৩৫)।

    অভিযোগকারী শিক্ষক মোঃসাইফুল ইসলাম বলেন, গত ২০০৮ সালে পারবারিক ভাবে প্রস্তাবের মাধ্যমে নগরীর নবগ্রাম রোডস্থ্য নলী দাসের পুল এলাকার হায়দার ম্যানসনে বসবাসরত মালেক গাজীর মেয়ে আছমা আক্তার শিল্পী (৩৫)’র সাথে আমার বিবাহ হয়। বিবাহের পরে ভালোই কাটতে ছিল দিন। গত ১৫ বছরের দাম্পত্য জীবনে আমাদের ২ টি ছেলে সন্তান রয়েছে।

    গতবছর আমি অসুস্থ্য হলে হয়ে পরলে আমার শশুর মালেক গাজীর প্ররোচনায়  আমার স্ত্রী আছমা আক্তার শিল্পি (৩৫) রুপালী ব্যাংক,কৃষি ব্যাংক,প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকে আমার এ্যাকাউন্টের চেক বইতে  জাল জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর নেয়। এবং ২২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও আমার অজান্তে স্থানীয় বাসিন্দা নাজমা বেগম, মুন্নী বেগম সহ-বেশ কয়েকজনের নামে এনজিও থেকে ১৪ লক্ষ টাকা ও শিলা আক্তারের স্বর্নের কানেরতা হাতিয়ে নেয়।

    অভিযোগকারী শিক্ষক মোঃসাইফুল ইসলাম বলেন বিষয়টি আমি সুস্থ্য হওয়ার পরে জানতে পারি।এবিষয়ে গত ১০ ই ফেব্রুয়ারী আমার স্ত্রী আছমা আক্তার শিল্পিকে টাকার বিষয়ে জানতে চাই। সে আমাকে কোন হিসেবে দিতে বাধ্য নয় বলে ঝগড়া করে বড় ছেলে সিয়াম উল্লাহ (১৩) কে আমার কাছে রেখে  ছোট ছেলে সিয়াম উল্লাহকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। আমি বিষয়টি আমার শশুরকে জানালে সে বলে আমি কিছু জানিনা বাপু।

    শিক্ষক সাইফুল ইসলাম বলেন, পাওনাদারদের চাপে আমি বাধ্য হয়ে আমার স্ত্রী আছমা আক্তার শিল্পির নামে গত ৫ এপ্রিল বরিশাল মেট্রো পলিটনের বি

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা, তদন্তকারী সংস্থার ধারণা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তে জানা গেছে,...