More

    প্রথমে লড়াই, গোখরোর ছোবলে যুবকের মৃত্যু

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : মানসিক ভারসাম্যহীন যুবকের সাথে গোখরোর লড়াইয়ে ছোবল দেয় সাপ। পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে যুবক। গুরুতর অবস্থায় যুবককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামে। সোমবার ঘটে এ ঘটনা।

    পরিবার সদস্যরা জানান, ভ্যান চালক রাজু কিছুটা মানসিক ভারসাম্যহীন। বিকেলে তার বড় ভাইয়ের স্ত্রী ঘরের মধ্যে একটি গোখরো দেখে চিৎকার করেন। এসময় যুবক রাজু একটি লাঠি নিয়ে তাড়া দিলে সাপটি একটি গর্তে ঢুকে যায়। এসময় রাজু সাপটিকে গর্ত খুড়ে বের করলে সাপটি  ফলা তুলে ছোবল দিতে চায়। সাপের গলা চেপে ধরে যুবক। এসময় সাপটি বেশ কয়েকটি ছোবল দেয়। রাজু সাপটিকে আবার ধরে আছড়ে মেরে ফেলে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজুকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...