More

    নাজিরপুরে ট্রলির ধাক্কায় কৃষকের মৃত্যু

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : পিরোজপুর জেলার নাজিরপুরে ট্রলির ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম মো. কামরুল শেখ। বুধবার (১২ এপ্রিল) সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কামরুল শেখ উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

    নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, বুধবার ভোরে তিনি ধান কাটার উদ্দেশে কাস্তে হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে তার ভাগ্নে বাশার গাজীর মাধ্যমে জানতে পারেন তিনি দু আহত হয়েছে।

    নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনি স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পাটগাতীগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়।

    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হামায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি। ঘাতক পিকআপটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালের মাদক ব্যবসায়ী শামীম গ্রেপ্তার

    বরিশালে ৩০ পিস ইয়াবাসহ শামীম হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি)...