More

    দেশের সম্পদ আত্মসৎকারী লুটেরা ও ভোট চোরদের জনগণ ক্ষমতায় দেখতে চায় না- চরমোনাই পীর

    অবশ্যই পরুন

     

    স্টাফ রিপোর্টারঃ গত ১২ এপ্রিল, ২০২৩ বুধবার, বিকাল ৩টায়, নগরীর সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্ট এ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির আলোচনায় চরমোনাই পীর বলেন- আজ দেশের মানুষ দিশেহারা, লাঞ্চিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, দেশের শান্তি নাই – স্বস্তি নাই, ধুকে ধুকে মরছে দেশের জনগণ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। যারা জনগণের ভোটাধিকার হরণ করছে, যারা দেশের সম্পদ লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গরেছে, যারা দেশের জনগণের কথা ভাবে না, তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণ তাদেরকে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে বিদায় জানাবে।

    আগামী সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাত পাখা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। তিনি আরো বলেন – এদেশ স্বাধীন হয়েছিল মানুষ জুলুম, শোষণ থেকে মুক্তি পাবে বলে, কিন্তু জনগণ তা পায়নি। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল সহ সকল সিটি কর্পোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীদেরকে ভোট প্রদান করে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

    জেলা সভাপতি মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মাদ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হযরত মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউসার সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর, জেলা সহ-সভাপতি আব্দুল মালেক কাফরা, জেলা সহ সভাপতি মোহাম্মদ শামসুল আলম মিলন। জেলা উপদেষ্টা হযরত মাওলানা গাজী মোঃ জাফর ইমাম। আলহাজ্ব মোজাম্মেল হক আখন, মুফতি নিয়ামত উল্লাহ প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার, চার ব্যবসায়ীর জেল-জরিমানা

    বরিশাল নগরীর পাঁচটি গুদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার...