ডেস্ক রিপোর্ট : কাউখালীতে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে নৃশংশভাবে হত্যা করেছে। তার নাম হাসিব বয়াতী (২৭)। তার বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামের পাঙ্গাশিয়া গ্রামে।
নিহতের পরিবার জানায়, স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিলো তাদের। বুধবার ইফতারের পর ওই ইউপি সদস্যের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মা নিরু বেগম জানান, হাসিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবার কিছুক্ষন পর ছেলের চিৎকার শুনে তিনি টর্চ নিয়ে বাড়ির বাইরে নির্জন ভিটায় গিয়ে ছেলেকে রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে শুনে অন্যরা ছুটে গিয়ে হাসিবকে উদ্ধার করে পাশে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের ২৫টি আঘাতের জখম রয়েছে।