More

    বরিশাল নগরীতে সমবয়সীদের ঘুষিতে কিশোর নিহত-আটক ২ জন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে কিশোর অপরাধের বলি হলো রমজান বেপারী (১৪)। সমবয়সীদের সঙ্গে মারামারি করতে গিয়ে ঘুষির আঘাতে সে নিহত হয়েছে।বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের পুর্ব বাঘিযায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই কিশোর রিফাত ও নয়নকে বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

    বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড নয়। মাঠে একসঙ্গে খেলাধুলা করা নিয়ে রমজানের সঙ্গে তিন কিশোরের মারামারি হয়। মাথায় এলোপাতারি ঘুষির আঘাতে রমজান নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত রিফাত ও নয়নকে পুলিশ গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

    স্থানীয় সুত্রগুলো জানিয়েছে, পূর্ব ইছাকাঠী বিসমিল্লাহ মঞ্জিল নামক বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা বাদল বেপারীর ছেলে রমজান বেপরী। অভিযুক্ত কিশোররাও একই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তাদের সঙ্গে বিরোধের জেরে দুইদিন আগে রমজান প্রতিপক্ষের নয়নকে মারধর করে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে স্থানীয় তালভিটা নামক স্থানে রমজানকে ধরে এলোপাতারি ঘুষি দেয় তিন কিশোর। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আশরাফ উল্লাহ সহ উর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা, তদন্তকারী সংস্থার ধারণা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তে জানা গেছে,...