স্টাফ রিপোর্টারঃআজ ১৭ এপ্রিল সকল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ ফরহাদ সরদার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলুসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা তথ্য অফিসের পরিবেশনায় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় পরে অতিথিরা মুজিবনগর দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন