More

    বরগুনায় কিশোর গ্যাং এর হাতে আহত ০২

    অবশ্যই পরুন

     

    রাসেল মাহমুদ,বরগুনাঃ
    বতর্মান সময়ে বাংলাদেশের অপরাধ জগতের একটি আলোচিত নাম কিশোর গ্যাং। উঠতি বয়সের কিশোররা প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় গড়ে তুলছে কিশোর গ্যাং। তারা হত্যা-ধর্ষণসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে।তারই ধারাবাহিকতায় বরগুনায় বেড়েছে কিশোর গ্যাং এর আদিপত্ত,কিশোর গ্যাং এর অতিষ্ট বরগুনাবাসী।

    ১৮ এপ্রিল রাত ৭টার দিকে ইফতারির পরে ইসমাইল হোসেনের ছোট ভগ্নিপতি মেহেদী হাসান সোহাগকে ৩০/৩৫জনের একটি কিশোর গ্যাং অন্যায়ভাবে কুপিয়ে জখম করছে শুনে সাথে সাথেই ঘটনাস্থল বরগুনার আলিয়া মাদ্রাসা সড়কে ছুটে যায় ইসমাইল। বোন জামাইকে বাঁচানোর চেষ্টা করে। হাত জোর করে তার বোনজামাইকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে। এসময় তাকেও মাথায় কুপিয়ে আহত করে। ইসমাইল হোসেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য এতে ক্ষুব্দ সাংস্কৃতিক মহল।

    এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের দুইজনকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

    গুরুতর আহত মেহেদী হাসান সোহাগ (৩৫) গ্রামীন ফোনের একজন এসআর হিসেবে চাকরি করেন। তার বাড়ি শহরের আঃ কাদের সড়কে চলাভাঙ্গা হুজুরের দরবারের পেছনে। আহত মেহেদী হাসান জানান, ইফতারের পর মোটর সাইকেল নিয়ে আসার সময় তার মোটর সাইকেলে হেডলাইট জ্বালাতে ভুলে গিয়েছিলেন। আর সেই অপরাধে তাকে প্রথমে হেডলাইট জ্বালাতে বলে কিশোর গ্যাং-এর সদস্যরা। পরে হেড লাইট জ্বালাতে একটু দেরি হওয়ায় মারধর শুরু করে তারা। এ বিষয়ে নিজেকে বাঁচিয়ে সরে আসার সময় আবারও বখাটেরা তাকে ডেকে নিয়ে অহেতুক মারধর করতে থাকে। এক পর্যায়ে ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, এরা হলো প্রভাবশালী সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি সিদ্দিকুর রহমানে ছেলে বিশাল এর বাহিনী।

    হাসপাতালে গুরুতর আহতাবস্থায় ইসমাইল হোসেন জানায়, ছোট ভগ্নিপতিকে মারধর করার কথা শুনে তাকে বাঁচাতে ঘটনাস্থলে এলে বখাটেরা তাকেও কুপিয়ে আহত করে।

    দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। অপরদিকে বরগুনা বাসীরা প্রশাসনের কঠিন ভূমিকা চাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...