রাসেল মাহমুদ,বরগুনাঃ
সাংস্কৃতিক কর্মী ইসমাইল হোসেন উপর কিশোর গ্যাং এর হামলার প্রতিবাদে বরগুনা জেলা খেলাঘর মানববন্ধন আয়েজন করেন,আজ সকাল ১০ টায় প্রেস ক্লাব চত্তরে এই মানববন্ধন অনুষ্টাত হয়।
বরগুনায় সাংস্কৃতিক কর্মী ইসমাইল হোসেন ও ছোট ভগ্নিপতি মেহেদী হাসান সোহাগকে ৩০/৩৫জনের একটি কিশোর গ্যাং অন্যায়ভাবে কুপিয়ে জখম করছে ১৮ এপ্রিল রাত ৭টার দিকে আলিয়া মাদ্রাসা সড়কে।
তার প্রতিবাদে মানববন্ধন করেন সাংস্কৃতিক কর্মীরা।
মানববন্ধনে সভাপতি হিসাবে ছিলেন নিগাত সুলতানা আজাদ সহ-সভাপতি খেলাঘর বরগুনা জেলা শাখা এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাড মোঃ শাহজাহান মিয়া,বরগুনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাফর হোসেন হাওলাদার, সহ-সভাপতি খেলাঘর বরগুনা জেলা কমিটি চিত্তরঞ্জন শীল,প্রবিন সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক সম্পাদক জয়দেব রায়,খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান সোহেলি পারভিন ছবি, লিট্ল থিয়েটারে সভাপতি তুহিন খান, সাগরপাড়ি খেলাঘর আসরের সাধারন সম্পাদক সন্জিব কুমার নয়ন, সবুজসূর্য খেলাঘর আসরের সাধারন সম্পাদক তানভির আহম্মেদ লিমন এবং সকল সাংস্কৃতিক কর্মীরা।
এসময় গুলবুনিয়ায় কিশোর গ্যাং হাতে নিহত হৃদয় এর মা বলেন,প্রধানমন্ত্রী কিশোর গ্যাং আমার কোল খালি করেছে,সবার ঘরে ঈদ হবে, আমার ঘরে কেনো শোক!কিশোর গ্যাং দমন না হলে হাজারো মায়ের কোল খালি হবে।
বরগুনা প্রেস ক্লাব সম্পাদক জাফর হোসেন হাওলাদার বলেন,আপনার সন্তান কোথায় যাচ্ছে! কার সন্তান কিশোর গ্যাং হচ্ছে! খোজ খবর রাখেন তো!আবার বরগুনায় নয়ন বন্ড তৈরি হচ্ছে না তো!
সোহেলী পারভিন ছবি বলেন,যারা অস্ত্র হাতে নিয়ে রাজনীতি করেন তাদের রাজনীতি বেশি দিন টিকে না,রাজনীতির অভিভাবকরা আপনার আজ এসি রুমে বসে হয়তো আমাদের কথা শুনছেন,তবে আপনাদের কাছে দাবি কারা এই কিশোর গ্যাং তৈরি করে,কারা এদের ছায়া দেয়,তাদের বিচার জেনো হয়,সুন্দর সমাজ চায় আমরা।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। অপরদিকে বরগুনা বাসীরা প্রশাসনের কঠিন ভূমিকা চাচ্ছে।কিশোর গ্যাং এর দমন করান জন্য অনুরোধ করেন বরগুনার নাগরিকরা।