কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২১ এপ্রিল।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক
অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ পটুয়াখালীর কলাপাড়ায় ৬০০ দরিদ্র পরিবারকে ঈদ উপহার
শাড়ি লুঙ্গি ও সেমাই বিতরণ করেছেন। শুক্রবার বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে ৩৫০
পরিবারকে এবং উপজেলার বালিয়াতলী নিজ বাড়িতে ২৫০ পরিবারকে ঈদ উপহার প্রদান করেন। এসময়
যুবলীগের স্থানীয় নেতা সৈয়দ জাকির হোসেন, শেখ যুবরাজসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোহাগ বলেন কলাপাড়ায় দরিদ্র মানুষ যাতে হাসি মুখে ঈদ করতে পরে সে জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নির্দেশে এসব ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এবং সকলের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া
করতে বলেন। এর পর বিকেলে রাঙ্গাবালীর উপজেলায় ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার পৌছে দিবেন।