More

    কলাপাড়ায় মোটরসাইকেল শ্রমিককে মারধর, অফিস ভাংচুর

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৩ এপ্রিল।।পটৃয়াখালীর কলাপাড়ায় ভাড়াটে হোন্ডা শ্র্রমিকলীগের নেতা বেল্লাল হোসেনকে (৩৫) দুই দফা মারধর করা হয়েছে। লাঠি ও রড দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়। তাকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় বেল্লালকে রক্ষায় এগিয়ে আসলে যুবক রুবেল হাওলাদারকেও মারধর করা হয়। স্থানীয় সন্ত্রাসী সজিব, শাওন ও কাওসারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী এই হামলা তান্ডব চালায়। এসময় শ্রমিকলীগের নির্মিত একটি অফিস ভাংচুর করা হয়েছে। শনিবার শেষ বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বালিয়াতলী-বানাতিবাজার সৈয়দ নজরুল ইসলাম সেতুর ঢালে এই হামলা-তান্ডব চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে স্থানীয় সাধারণ মানুষ ও মোটর সাইকেল শ্রমিকরা মানববন্ধন সমাবেশ করেছে। সেখানে বক্তব্য রাখেন মোটরসাইকেল স্ট্যান্ডের সভাপতি নুরুল আলম, শ্রমিকলীগের স্থানীয় সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, মন্নান মাতুব্বর, মুনসুর ও আহত বেল্লালের মা লালভানু। তারা জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বালিয়াতলী-বানাতিবাজার সড়কে মোটরসাইকেল অটোবাইক চলাচল বন্ধ করে দিয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। স্থানীয়রা জানান স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...