কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৩ এপ্রিল।।পটৃয়াখালীর কলাপাড়ায় ভাড়াটে হোন্ডা শ্র্রমিকলীগের নেতা বেল্লাল হোসেনকে (৩৫) দুই দফা মারধর করা হয়েছে। লাঠি ও রড দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়। তাকে গুরুতর জখম অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় বেল্লালকে রক্ষায় এগিয়ে আসলে যুবক রুবেল হাওলাদারকেও মারধর করা হয়। স্থানীয় সন্ত্রাসী সজিব, শাওন ও কাওসারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী এই হামলা তান্ডব চালায়। এসময় শ্রমিকলীগের নির্মিত একটি অফিস ভাংচুর করা হয়েছে। শনিবার শেষ বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বালিয়াতলী-বানাতিবাজার সৈয়দ নজরুল ইসলাম সেতুর ঢালে এই হামলা-তান্ডব চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে স্থানীয় সাধারণ মানুষ ও মোটর সাইকেল শ্রমিকরা মানববন্ধন সমাবেশ করেছে। সেখানে বক্তব্য রাখেন মোটরসাইকেল স্ট্যান্ডের সভাপতি নুরুল আলম, শ্রমিকলীগের স্থানীয় সাধারণ সম্পাদক ফিরোজ শিকদার, মন্নান মাতুব্বর, মুনসুর ও আহত বেল্লালের মা লালভানু। তারা জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বালিয়াতলী-বানাতিবাজার সড়কে মোটরসাইকেল অটোবাইক চলাচল বন্ধ করে দিয়েছে। কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। স্থানীয়রা জানান স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।